"নিরাপদ ইন্টারনেট দিবস ২০১৫" উদযাপন করলো গ্রামীণফোন

Feb 10, 2015

"সবাই মিলে আরো কার্যকর ইন্টারনেট তৈরি" করার প্রতিজ্ঞা নিয়ে আজ ফেব্রুয়ারি ১০, ২০১৫ তারিখে "সেফার ইন্টারনেট ডে ২০১৫" উদযাপন করলো গ্রামীণফোন। এই উপলক্ষে অভিভাবক আর শিক্ষকদের নিয়ে শিশু কিশোরদের জন্য সুরক্ষিত ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণফোন আয়োজন করে একটি বিশেষ কর্মশালার।

ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই কর্মশালাটি পরিচালনা করে গ্রামীণফোনের কর্পোরেট রেসপনসিবিলিটি টিম। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় একশ'র ও বেশি দেশে সেফার ইন্টারনেট ডে উদযাপন করা হয়। ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপ জুড়ে ৩১টি জাতীয় সেফার ইন্টারনেট সেন্টার এর সহযোগিতায় এর সমন্বয়কারী হিসেবে যুগ্মভাবে দায়িত্ব পালন করে ইনসেফ ও ইনহোপ নেটওয়ার্ক।

মোবাইল এবং অনলাইন যোগাযোগ শিশুদের এবং তরুণদের জন্য অসাধারন সুযোগ সৃষ্টি করে দেয়। তবে এর ফলে তারা ক্ষতিকারক কনটেন্ট, হয়রানি কিংবা সমপর্যায়ের কনো ক্ষতির সম্মুখিন হতে পারে।

এধরনের অপব্যবহারের বিরুদ্ধে ভূমিকা প্রতিষ্ঠানটির সর্বোত্তম সেবা প্রদানে কার্যকরি অবদান রাখবে। গ্রামীণফোনের সেফার ইন্টারনেট উদ্যোগের লক্ষ্য হচ্ছে ইন্টারনেট যেন শুধুমাত্র ইতিবাচক সুযোগই সৃষ্টি করে, হয়রানির নয়।

সামাজিক স্বাবলম্বন এবং সুরক্ষিত ডিজিটাল যোগাযোগের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়নে গ্রামীণফোনের লক্ষ্যমাত্রার সাথে এই উদ্যোগটি সমন্বিত। এভাবে, সুরক্ষিত ও দায়িত্বশীল ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে গ্রামীণফোন তাদের "সবার জন্য ইন্টারনেট" প্রদানের লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: মো: হাসান, পিআর ডেপুটি জেনারেল ম্যানেজার, ফোন: ০১৭১১ ০৮২৪৬৯


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা