এই অফারটি পেতে এলিজিবল গ্রাহকদের ঠিক ৫৮ টাকা রিচার্জ অথবা ডায়াল করতে হবে *১২১*৫৮#
ক্রয়কৃত প্যাকের মিনিট/এসএমএম ‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ কল করার জন্য ব্যবহার করা যাবে
প্যাকের মেয়াদ শেষে যদি একজন গ্রাহকের কোনো অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট থাকে, তাহলে তা আর ব্যবহার করা যাবে না; যদি কোনো গ্রাহক মেয়াদ থাকাকালীন পুনরায় প্যাকটি ক্রয় করেন তাহলে অব্যবহৃত মিনিট ও ইন্টারনেট ক্রয়কৃত নতুন প্যাকের সাথে যোগ হবে এবং মেয়াদ বাড়ানো হবে।
মেয়াদ শেষ হলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে (ভলিউম ও ভ্যালিডিটি) সর্বোচ্চ PayGo রেট ৬.৯৫ টাকা (ভ্যাট, এসডি এবং এসসি-সহ) কাটা হবে
গ্রাহক যদি মেয়াদ থাকাকালীন একই প্যাক পুনরায় ক্রয় করেন তবে অব্যবহৃত মিনিট এবং রেগুলার-ইন্টারনেট ভলিউম নতুন ক্রয়কৃত মিনিট ও ইন্টারনেট ভলিউমের সাথে যুক্ত হবে
এই প্যাকে বোনাস ভলিউম অন্তর্ভুক্ত (এসএমএস ব্যতীত) যার মেয়াদ বৃদ্ধি পাবে না
প্যাক ক্রয়ের সময় 'বিকাশ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট'-এর জন্য যেকোনো পূর্বের সাবস্ক্রিপশন ফি বা ইমার্জেন্সি ব্যালেন্স ইউজেস, প্যাক কেনার জন্য রিচার্জ করা অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে; সেক্ষেত্রে এই প্যাকটি চালু নাও হতে পারে
অবশিষ্ট মিনিট ও ইন্টারনেট ব্যালেন্স চেক করতে গ্রাহককে *১২১*১*২# ডায়াল করতে হবে
‘জিপি-যেকোনো লোকাল অপারেটরে’ বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়; এই মিনিট ইমার্জেন্সি ব্যালেন্স, কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ এর ট্যারিফ প্রযোজ্য হবে।
মেইন অ্যাকাউন্ট/রিচার্জ এর মেয়াদ শেষ হয়ে গেলে, এই প্যাকের ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে
কাস্টমার যে মোবাইল নম্বর থেকে প্যাকগুলো ক্রয় করবেন সেই মোবাইল নম্বর ব্যবহার করেই সার্ভিসে লগইন করতে হবে।
কনটেন্ট কিউরেশন কনটেন্ট প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল; গ্রামীণফোন শুধু ইন্টারনেট কানেক্টিভিটি ও এক্সেস নিয়ন্ত্রণ করে।
এই প্ল্যাটফর্মগুলির কন্টেন্ট ব্রাউজ এবং উপভোগ করার জন্য ডেটা ভলিউম ব্যবহার করা হবে।
কনটেন্ট উপভোগ করতে গ্রাহককে সংশ্লিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে। এসব কনটেন্টগুলো মাইজিপি থেকেও দেখা যাবে।
ভয়েস কলের জন্য ১০ সেকেন্ড পাল্স প্রযোজ্য
মূল্য SD, VAT এবং SC সহ
অটো রিনিউ ফিচার প্রযোজ্য এই প্যাকটির জন্য। অটো রিনিউ চালু করতে ডায়াল করুন *১২১*৪৪৫৫# এবং বন্ধ করতে ডায়াল *১২১*৪৪৫৬#; মাইজিপি অ্যাপ থেকেও অটো রিনিউ করা যাবে।