আবার সঙ্কটের মুখোমুখি বাংলাদেশ। জীবনের পাশাপাশি ঝুঁকিতে আছে দেশের সাধারণ মানুষের জীবিকা। করোনাভাইরাসের প্রভাবে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে আছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষ ও অতিদরিদ্র জনগোষ্ঠী। তাদের জমানো সঞ্চয় নেই। দিনের আয়টুকুই ভরসা। তাদের কাছে সামাজিক দূরত্ব মানে পরিবার নিয়ে না খেয়ে থাকা। কিন্তু তারা হার মানতে রাজি নন। থামতে রাজি নন। লড়ে যাচ্ছেন প্রত্যেকে-নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য।
এই লড়াকু মানুষদের নিয়েই দেশ। ডাকছে আবার দেশ। ডাকে সাড়া দিয়ে ৩৩,০০০-এরও বেশি পরিবারের পাশে দাঁড়াচ্ছে গ্রামীণফোন। এগিয়ে আসুন আপনিও।