ডাইনামিক পার্শিয়াল লোন

বিশ্বের প্রথম মোবাইল অপারেটর হিসাবে গ্রামীণফোন মেটার সহযোগিতায় ২০২২ সালের ডিসেম্বর মাসে নিয়ে এসেছে ডাইনামিক পার্শিয়াল লোন যার মাধ্যমে ইন্টারনেট কানেক্শন থাকবে নিরবচ্ছিন্ন। গ্রাহকেরা এখন সরাসরি ফেসবুক অ্যাপ থেকেই ইন্টারনেট প্যাক কিনতে পারবেন তাদের মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স ও ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করে।

শর্তাবলী

  • ডাইনামিক পার্শিয়াল লোন পেতে গ্রাহকদের সকল শর্তাবলীর সাথে সম্মতি জানিয়ে ফেসবুক "বেসিক মোড" এ আসতে হবে। বেসিক মোড-এ গ্রাহকের কোনো ইন্টারনেট না থাকলেও ফেসবুক ও মেসেঞ্জার এর শুধুমাত্র টেক্সট ভার্সন চলবে
  • ইন্টারনেট শেষ হয়ে গেলে গ্রাহক টেক্সট ভার্সন এ ব্রাউজিং উপভোগ করতে পারবে। ইন্টারনেট অন থাকলে এবং ইন্টারনেট ব্যালেন্স থাকলে গ্রাহক অ্যাপ এর সব ফীচার উপভোগ করতে পারবেন, স্ট্যান্ডার্ড ডাটা চার্জ-এ।
  • বেসিক মোড বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন
  • শুধুমাত্র গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহকেরা ডাইনামিক পার্শিয়াল লোন উপভোগ করতে পারবেন। পোস্ট পেইড এবং স্কিটো গ্রাহকদের জন্য ফীচারটি প্রযোজ্য নয়
  • বেসিক মোড-এ সাবস্ক্রাইব করতে গ্রাহককে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে "ডাটা কিনুন" বাটনে ক্লিক করে মোবাইল সেন্টারে যেতে হবে। এরপর সেটিংস অপশন থেকে গ্রাহক বেসিক মোড সাবস্ক্রাইব করতে পারবেন।
  • গ্রাহক তার মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স ও ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন
  • ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য কোনো সাবস্ক্রিপশন ফী লাগবে না কিন্তু গ্রাহকের মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স-এর মেয়াদ থাকতে হবে
  • ব্যবহৃত ইমার্জেন্সি ব্যালেন্স অ্যামাউন্ট গ্রাহকের পরবর্তী রিচার্জ থেকে সমন্বয় করা হবে এবং অব্যবহৃত ইমার্জেন্সি ব্যালেন্স ও ক্লিয়ার হয়ে যাবে। আংশিক রিচার্জের জন্য (ব্যবহৃত ইমার্জেন্সি ব্যালেন্স এর চেয়ে কম) পুরো অ্যামাউন্টের একটি অংশ সমন্বয় করা হবে (যা ইমার্জেন্সি ব্যালেন্স হিসাবে দেয়া হয়েছিল) এবং বাকিটা পরবর্তী রিচার্জ থেকে কেটে রাখা হবে।
  • আগের ইমার্জেন্সি ব্যালেন্স এর টাকা পরিশোধ না করা হলে গ্রাহক নতুনভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন না। ইমার্জেন্সি ব্যালেন্স এর সকল শর্তাবলী এখানেও প্রযোজ্য হবে।
  • অন্য সকল ট্যারিফ, সার্ভিসেস ও পালস অপরিবর্তিত থাকবে।

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা