সহজ, ফাস্ট ও নিরাপদ মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্ট এর জন্য আপনার লাইফ সহজ করতে জিপে অ্যাপ-এ রয়েছে ২০ টি হিডেন ফিচার
১। গেস্ট মোড:
- জিপে লগইন পেইজ এর কথা দিয়ে শুরু করা যাক। আপনি অবশ্যই লগইন পেইজ থেকে পিন প্রবেশ করে সাইন-আপ করতে পারবেন কিন্তু আপনার সুবিধার জন্য আরেকটি লুকানো ফিচার রয়েছে। জিপে অ্যাপটি আপনার জন্য উপযোগী কিনা তা দেখার একটি উপায় রয়েছে। আপনি অ্যাপটি ডাউনলোড করে গেস্ট অপশন ব্যবহার করে অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। আপনি এক্ষেত্রে কোন ট্র্যানজেকশন করতে পারবেন না কিন্তু অ্যাপটির ফিচারগুলোর এক্সপেরিয়েন্স নিতে পারবেন। পছন্দ হলে আপনি অ্যাপটিতে সাইন-আপ করে ব্যবহার করা শুরু করতে পারবেন।
২। নতুন সিম্পল জিপে রেজিস্ট্রেশন:
- অ্যাপনি যদি গ্রামীণফোন এর রেজিস্টার্ড MSISDN থাকে, তাহলে যেকোনো অ্যান্ডরয়েড বা IOS স্মার্টফোন ব্যবহার করে সাইনআপ করে ওয়ালেট ক্রিয়েট করুন। এর জন্য গুগল প্লেস্টোর অথবা অ্যাপ স্টোর থেকে জিপে অ্যাপ ডাউনলোড করে ‘create wallet’ সিলেক্ট করুন, আপনার মোবাইল নম্বরটি প্রবেশ করুন, আপনার পিন নাম্বারটি দিন। ব্যাস হয়ে গেল আপনার ওয়ালেট!
- সাইন-আপ এর পর যেকোনো সময় আপনি আপনার পিন নম্বর দিয়ে জিপে ওয়ালেটে লগইন করতে পারবেন। কিন্তু সাইন-আপ করার পর আপনার পিনটি পরিবর্তন করে ফেলুন। এটি আপনার অ্যাকাউন্টের সেইফটির জন্য জরুরী।
৩। ফেভারিট্স:
বিল পেমেন্টের জন্য অথবা কারো মোবাইল রিচার্জ করার জন্য বিল অ্যাকাউন্ট নম্বর মনে রাখার কোন প্রয়োজন নেই। ফেভারিট ফিচারটি ব্যবহার করে আপনার সব গুরুত্বপূর্ণ নম্বরগুলো এখন এক জায়গায় পেয়ে যাচ্ছেন। বিল পেমেন্টের জন্য নির্ধারিত পেইজটিতে যেয়ে অ্যাকাউন্ট নম্বরটি লিখুন এবং ডানদিকে উপরের কর্নারে ফেভারিট আইকনটিতে প্রেস করুন। আপনার নম্বরটি ফেভারিট্স-এ সেভ হয়ে যাবে। প্রয়োজনে আপনার অন্যান্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট একইভাবে সেভ করে রাখতে পারবেন। এরপর যেকোনো সময় জিপে অ্যাপের হোমপেজ এর নিচের গোল বাটনটিতে প্রেস করে আপনার ফেভারিট্স অ্যাক্সেস করতে পারবেন।
৪। ডায়নামিক পর্সোনালাইজড মেনু:
- আপনার সাম্প্রতিক বিল পেমেন্ট অ্যাকাউন্ট নম্বর, মোবাইল রিচার্জ নম্বর সহজেই অ্যাক্সেক করার জন্য হোমপেইজ-এর উপরে প্রদর্শিত হবে। বারবার নম্বরগুলো না লিখে শুধু ট্যাপ করার মাধ্যমেই আপনি এখন আপনার ট্র্যানজেকশনের কাজটি করে ফেলতে পারবেন।
৫। বিল স্ট্যাটাস চেক (ফ্রি সার্ভিস)
- জিপে অ্যাপের এই ফিচারটি দিয়ে কোন একটি বিল পরিশোধ করা হয়েছে কিনা তা চেক করতে পারবেন। এর জন্য ট্যাপ করে মেনুতে প্রবেশ করুন অথবা পেন্ডিং বিলে ট্যাপ করে বিল স্ট্যাটাস চেক করুন। এরপর প্রয়োজনীয় ইনফরমেশন প্রবেশ করলে আপনি বিল স্ট্যাটাস জানতে পারবেন
৬। মাত্র একটি ক্লিকেই এখন আপনার ইউটিলিটি বিল পে করুন:
- আপনি আপনার জিপে ওয়ালেট থেকে যেকোনো সময় প্রিপেইড ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে পারবেন।
- এছাড়াও আপনি আপনার সব ইলেকট্রিক পোস্টপেইড, পানি, গ্যাস বিল জিপে-এর মাধ্যমে শোধ করতে পারবেন। এর জন্য একাধিক অ্যাপ ব্যবহার করার দরকার নেই।
- আপনি এখন পপুলার কেব্ল টিভির বিল এবং ইন্টারনেট বিল জিপে অ্যাপ দিয়ে পরিশোধ করতে পারবেন।
৭। জিপে ওয়ালেট রিফিল/ওয়ালেট ক্যাশ ইন:
- জিপে ওয়ালেট কিভাবে রিফিল করবেন তা নিয়ে চিন্তিত? এখন আপনি সহজেই আপনার ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (যেমন: রকেট ইত্যাদি), নিকটস্থ জিপিসি বা জিপি এক্সপ্রেস ভিজিট করে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে অথবা জিপে রেজিস্টার্ড রিটেইলার এর কাছ থেকে ওয়ালেট ক্যাশ করতে পারবেন।
৮। যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে এখন জিপে রিফিল কর পারবেন:
- কোন চার্জ ছাড়াই যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে এখন আপনার জিপে ওয়ালেট রিফিল করতে পারছেন। আমরা এজন্য EBL পেমেন্ট গেটওয়ে ব্যবহার করি যা সম্পূর্ণ নিরাপদ।
৯। মোবাইল রিচার্জ:
- আপনার নিজের বা বন্ধুর পরিবারের কারো ফোন রিচার্জ করতে হলে তা GP/Skitto নম্বর দিয়ে এখন সহজেই করতে পারবেন 24/7 ইন্সট্যান্টলি!
- ভয়েস/ডাটা/রেট কাটার অফার দেখার জন্য অন্য কোনখানে যাবার প্রয়োজন নেই! মোবাইল রিচার্জ টাইপটি সিলেক্ট করলেই সংশ্লিষ্ট অফারসমূহ মোবাইল রিচার্জ পেইজের নিচে দেখতে পারবেন। আর এখন জিপে ওয়ালেট কাস্টমারদের জন্য জিপে দিচ্ছে কিছু স্পেশাল মাইক্রো প্যাক। অন্যান্য অফারের সাথে এই অফারগুলোও চেক করে নিন!
১০। ইন অ্যাপ নোটিফিকেশন:
- এই ফিচারটির মাধ্যমে আপনি জিপে অ্যাপের ব্যাপারে সব ইনফর্মেশন পেয়ে যাবেন। এজন্য অফার আইকনে ট্যাপ করে নোটিফিকেশনে যান।
- জিপের ইউজারদের জন্য সব বর্তমান অফারসমূহ এবং সার্ভিস দেখতে জিপে হোম স্ক্রিনের উপরের বাম দিকের কর্নারে গিফ্ট আইটেমে ক্লিক করুন।
১১। ইন্সট্যান্ট স্টেটমেন্ট অ্যান্ড হিস্টোরি:
- আপনি কি আপনার বিল পেমেন্ট স্টেটমেন্ট ডকুমেন্টের একটি কপি রাখতে চান? তাহলে এটি ইমেইল করে দিন এবং আপনার সব বিল স্টেটমেন্ট এর হিসাব রাখুন সহজেই। নিচের দিকের বারে হিস্টোরি সিলেক্ট করুন, এরপর স্টেটমেন্টে যান, প্রয়োজনীয় ফিল্ডগুলা পূরণ করুন এবগ্ন স্টেটমেন্টটি আপনার ইমেইল অ্যাডরেসে ইমেইল করে দিন। আপনি চাইলে স্টেটমেন্টটি ডাউনলোডও করতে পারবেন।
- হোমপেজের নিচে হিস্টোরি সিলেক্ট করে আপনি আপনার সব ট্র্যানজেকশন হিস্টোরি দেখতে পারবেন।
- পেন্ডিং বিল্স: আপনি জিপে দিয়ে বিল পে করলে এর পর থেকে প্রতিমাসে ওই অ্যাকাউন্ট এর পেন্ডিং বিলগুলো দেখতে পারবেন। আপনি এখান থেকে সরাসরি সিলেক্ট করে বিল পরিশোধ করতে পারেন।
- প্রিপেইড টোকেন্স: প্রিপেইড বিল পরিশোধ করার পর একটি টোকেন জেনারেট হবে। টোকেন নাম্বারটি অ্যাপ থেকে হিস্টোরিতে গিয়ে প্রিপেইড টোকেনে গিয়ে অ্যাক্সেস করা যাবে। আপনি এখান থেকে টোকেন নাম্বারটি কপি ও করতে পারেন।
১২। বিল রিসিপ্ট অটো জেনারেট:
- পেনেট করার পর আপনি বিল পেমেন্ট রিসিপ্টটি একটি ইমেজ হিসেবে আপনার গ্যালারিতে সেইভ করে রাখতে পারবেন, যা পরবর্তীতে রেকর্ড রাখার জন্য অনেক উপকারী হতে পারে।
১৩। আপনার পিনটি পরিবর্তন করতে:
- সিকিউরিটির জন্য আপনার পিনটি প্রায়ই পরিবর্তন করা একটি ভাল প্র্যাকটিস। এর জন্য হোমপেইজের নিচ থেকে মেনুতে যান, পুরানো এবং নতুন পিন প্রবেশ করে চেঞ্জ পিন সিলেক্ট করুন। এবার আপনি সহজেই পিন পরিবর্তন করতে পারবেন।
১৪। আপনার বন্ধুকে রেফার করুন:
- জিপি অ্যাপটি আপনার কাছে ভালো লাগলে আপনি এটি কারো সাথে শেয়ার করতে পারেন। এজন্য মেনুতে গিয়ে রেফার ফ্রেন্ড অপশনটি সিলেক্ট করে আপনার যাকে ইচ্ছে তার সাথে শেয়ার করতে পারবেন।
১৫। কাস্টমার ম্যাসেঞ্জার এর মাধ্যমে চ্যাট করুন:
- জিপে নিয়ে কোন প্রশ্ন বা কিছু জানার আছে কি? এজন্য মেনুতে যান, চ্যাট উইথ কাস্টমার ম্যানেজার অপশনটি সিলেক্ট করুন এবং নাম ও ফোন নাম্বার প্রবেশ করুন। আপনি এখন কাস্টমার ম্যানেজার এর সাথে কানেক্টেড হবেন এবং যা জানার তা জানতে পারবেন।
১৬। এজেণ্ট লোকেটর:
- জিপে ব্যালেন্স রিফিল করতে আপনার নিকটস্থ স্টোরে যেতে চান? ওয়ালেট ক্যাশিং মেনু থেকে এজেন্ট লোকেটর সিলেক্ট করুন তারপর লোকেশন এর নাম দিয়ে সার্চ করুন। এছাড়া আপনার জিপিএস অপশনটি অন করে নিকটস্থ রিটেইলার, জিপিসি অথবা জিপিসিএফ এর জন্য সার্চ করেও কাজটি করতে পারেন।
১৭। What’s New পেইজ:
- এই অপশনটি আপনার হ্যান্ডসেটের নিচের বামপাশে খুজে পাবেন এবং এখানে জিপে এর সাম্প্রতিক লঞ্চ করা অফারগুলো দেখতে পাবেন।
১৮। প্রোফাইল পিকচার সেট করুন:
- জিপে-তে এখন আপনি আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। হোমপেইজের নিচের বার-এ মেনু আইকনে ক্লিক করুন তারপর প্রোফাইল পিকচার আইকনটি সিলেক্ট করুন। এখানে আপনি আপনার পছন্দমত প্রোফাইল পিকচার সেট করতে পারবেন।
১৯। প্রোডাক্ট ক্যাটালগ:
- এই অপশনটিও মেনু তে থাকছে। এখানে জিপে ওয়ালেট এর ডিটেইল, প্রোডাক্ট পোর্টফোলিও, কাস্টমার প্রসেস (linked with grameenphone.com web site)।
২০। ওয়ালেট ব্যালেন্স অটো রিফ্রেশ:
- জিপে হোমপেইজের টপ বার-এ আপনি সবসময় আপনার বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন।