গ্রামীণফোন 4G-তে এগিয়ে<br>যাওয়ার এখনই সময়

এখনই সময় পরিবর্তনের, এখনই সময় এগিয়ে যাওয়ার। আমাদের চারপাশে ছড়িয়ে আছে অমিত সম্ভাবনার নানান সুযোগ। ইন্টারনেটের মাধ্যমে সেইসব সুযোগকে দারুণ সব সাফল্যের গল্পে রূপান্তরিত করার এখনই সময়। আমরা চাইলে যেকোনো জায়গা থেকে এখনই বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। এখনই পেতে পারি যেকোনো তথ্য, যেকোনো সেবা। একই সাথে এখনই আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের ভাবনাকেও।
 

বর্তমানে ইন্টারনেটভিত্তিক উন্নত যোগাযোগ ব্যবস্থা ছড়িয়ে গিয়েছে দেশজুড়ে। দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সবখানে ছড়িয়ে গিয়েছে দেশের সবচেয়ে শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক। শুধু তাই নয়, বাংলাদেশের গভীর সমুদ্রেও শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সার্ভিস পৌঁছে দিচ্ছে গ্রামীণফোন। পুরো বাংলাদেশজুড়ে বিস্তৃত গ্রামীণফোনের প্রতিটি টাওয়ার এখন ফোরজি টাওয়ার! এখন পাহাড়ে, সমতলে, দুর্গম হাওরে, মোটকথা দেশের কোণায় কোণায় গ্রামীণফোনের অসংখ্য ফোরজি টাওয়ার নিরবচ্ছিন্ন রেখেছে দেশের সবচেয়ে শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সার্ভিস। তাই এখন মানুষের সাথে মানুষের দূরত্ব এখন শুধুমাত্র একটা ট্যাপ বা ডায়ালের। বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই পরিচালনা করাযাচ্ছে অনলাইন বিজনেস। গ্রামে বসেই কেউ অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের মাধ্যমে শিখতে পারছেন। মোটকথা, গ্রামীণফোন ফোরজি নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে দেশের যেকোনো জায়গা থেকে এখনই পৌঁছে যাওয়া যাচ্ছে নিজেদের লক্ষ্যে। আর অপেক্ষা নয়, নয় কোনো দ্বিধা। আমাদের সব চাওয়া, সব স্বপ্নকে সম্ভব করতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এখনই সময়।

Share this page with your friends & family

Follow Us

MyGP App

© 2024 Grameenphone Limited | Part of Telenor Group

Sitemap