শিশুদের অনলাইনে নিরাপত্তা

July 17, 2024

|

বর্তমানে শিশুরা তাদের জীবনের বেশ বড় একটা সময় ইন্টারনেটে কাটায় এবং এটা বেড়েই চলেছে। বিশ্বজুড়ে কোভিড-১৯ এর প্রভাব ইন্টারনেট ব্যবহারের বৃদ্ধি ঘটিয়েছে। একইসাথে, নতুন স্বাভাবিকতা অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই নতুন সব সুযোগ তৈরি করেছে। তবে, এর ফলে অনলাইন নিরাপত্তা এবং গোপনীয়তার ক্ষেত্রে নানা ঝুঁকি তৈরি হয়েছে, যা অনলাইন বিশ্বে নিরাপদ বিচরণে নির্দেশিকা এবং সতর্কতা এবং সুরক্ষা গ্রহণের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএএফ) এর ২০২১ সালে প্রকাশিত একটি সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সাইবার বুলিং বা সাইবার অপরাধের শিকারদের ১০ শতাংশের হচ্ছে বেশি ১৮ বছরের কম বয়সী শিশু।

আমাদের শিশুরা যাতে অনলাইনে নিরাপদে থাকতে প্রয়োজনীয় প্রশিক্ষণ লাভ করে এবং তাদের শিক্ষক ও বাবা-মায়েরা যেনো শিশুদের ডিজিটাল বিশ্বের সম্ভাবনা উন্মোচনে সহায়তা করতে প্রস্তুত হতে পারে, এমন একটি ইকোসিস্টেম তৈরিতে গ্রামীণফোনে আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সাথ কাজ করছি। 

এর লক্ষ্য দেশের জন্য উপযোগী ও প্রাসঙ্গিক কনটেন্ট এবং সবার জন্য বোধগম্য বিষয়বস্তু নিয়ে কাজ করা। পাশাপাশি, ডিজিটাল বিশ্ব ও নিরাপত্তা ফিচারগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা। শিশুরা, বিশেষ করে মেয়েশিশুরা যেনো দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল পরিবেশে নিজেদের সম্ভাবনা উন্মোচন করতে পারে তা নিশ্চিতে আমরা কাজ করছি। 

আমাদের অনলাইন নিরাপত্তা বিষয়ক কনটেন্টের (বেসিক ও অ্যাডভান্স উভয়ই) মাধ্যমে এখন পর্যন্ত ২৫ লাখের বেশি শিশু, বাবা-মা এবং শিক্ষকদের প্রশিক্ষিত করা হয়েছে। আমাদের মাসকট সাবিনা ও মীনা প্রতিবছর দেশজুড়ে ক্যাম্পেইনে ৩ কোটিরও বেশি মানুষকে প্রশিক্ষিত করে এবং প্রত্যকে শিশুর কাছে নিরাপদ অনলাইনের বার্তা পোঁছাতে ও তাদের নিরাপদে রাখতে সবার মধ্যে সংশ্লিষ্ট আলোচনার জন্য আমরা বাবা-মা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও নীতিনির্ধারক সহ নানা অংশীজনদের নিয়ে নিরাপদ অনলাইন বিষয়ে সংলাপ আয়োজনে কাজ করে চলেছি।

আরো অনুসন্ধান করুন Child Online Safety– Be Smart Use Heart | Grameenphone

অনলাইনে নিরাপত্তা নিয়ে শিক্ষামূলক ভিডিও: http://gp.bioscopelive.com/en/watch?v=JpBxMYc1QO4

অনলাইন নিরাপত্তা প্রচারণায় মীনা: https://www.youtube.com/watch?v=k4tZCU9xbYE

শিশুদের সাথে তারকাদের কথোপকথন এবং অনলাইন নিরাপত্তা মাসকট সাবিনা:

 https://www.youtube.com/watch?v=SypHapqyotI


 


 


 


 


 

ডিজিটাল ক্ষেত্রে দক্ষ জাতি নির্মাণে যাত্রা

Know More

July 17, 2024

|

জিপি অ্যাকাডেমি

July 17, 2024

|

Climate Change

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা