এনটিটিএন অংশীদারদের স্বীকৃতি প্রদানে সম্মাননা অনুষ্ঠান আয়োজন করল গ্রামীণফোন - একসাথে দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত
[ঢাকা, ০২ নভেম্বর, ২০২৩] টেলিকম শিল্পখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে সম্প্রতি ‘এনটিটিএন পার্টনার সম্মাননা অনুষ্ঠান’ আয়োজন করেছে গ্রামীণফোন। গ্রামীণফোনের ফাইবারাইজেশন যাত্রা এবং দেশের সবচেয়ে বড় ও এক নম্বর নেটওয়ার্ক তৈরির জন্য ভবিষ্যতকে শক্তিশালী করার ক্ষেত্রে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অংশীদারদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান তাদের সম্মানিত ছয়জন এনটিটিএন অংশীদারদের ক্রেস্ট এবং আন্তরিক ধন্যবাদ জানান। তারা হলেন যথাক্রমে– বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), সামিট কমিউনিকেশনস, ফাইবার @ হোম, এবং বাহন লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবায়ত শরীফ, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন ঢাকা; সঞ্জীব কুমার ঘটক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (এসও), বিটিসিএল; শাহিনুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার, বিটিসিএল; জনাব কে এম তারিকুজ্জামান, চিফ টেকনোলজি অফিসার (সিটিও), সামিট কমিউনিকেশনস লিমিটেড; মিস শারমিন জামান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও), সামিট কমিউনিকেশনস লিমিটেড; জনাব মোঃ ফারুখ ইমতিয়াজ, চিফ নেটওয়ার্ক আর্কিটেক্ট (সিএনএ), সামিট কমিউনিকেশনস লিমিটেড; রাজিব আহমেদ সুলতান, চিফ মার্কেটিং অফিসার, ফাইবার@হোম লিমিটেড; সুমন আহমেদ সাবির, চিফ টেকনোলজি অফিসার, ফাইবার@হোম লিমিটেড; সৈয়দ সামিউল হক, ব্যবস্থাপনা পরিচালক, বাহন লিমিটেড; ফরিদ মোহাম্মদ রাশেদ আমিন, চিফ অপারেটিং অফিসার (সিওও), বাহন লিমিটেড, আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন, হেড অব নেটওয়ার্ক সার্ভিস, গ্রামীণফোন, আশফাকুর রশিদ, হেড অব সেন্ট্রাল অপারেশন, গ্রামীণফোন, শারফুদ্দিন আহমেদ চৌধুরী, হেড অব কমিউনিকেশনস, গ্রামীণফোন এবং গ্রামীণফোন এবং সহযোগী সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। গ্রামীণফোনের এ উদ্যোগ এনটিটিএন অংশীদার প্রতিষ্ঠান সমূহের প্রতি গ্রামীণফোনের নিষ্ঠা ও স্বীকৃতির প্রতিফলন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান ভবিষ্যৎ-উপযোগী নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপরে গুরুত্বারোপ করে বলেন, “দেশজুড়ে স্মার্ট কানেক্টিভিটি নিশ্চিতে একটি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে গ্রামীণফোন ও এর এনটিটিএন অংশীদার প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্মার্ট নাগরিক তৈরিতে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং একসাথে কাজ করার এখনই সময়। বিগত বছরগুলোতে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আমাদের পাশে থাকার জন্য আমাদের সকল অংশীদারদের ধন্যবাদ।”
অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশকে স্মার্ট ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যৌথ প্রচেষ্টার জন্য গ্রামীণফোন ও অন্য অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তারা এ প্রচেষ্টায় সম্পৃক্ত হতে পেরে তারার আনন্দিত ও গর্বিত এবং ভবিষ্যতেও এ অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিগত বছরগুলোতে গ্রামীণফোন দেশজুড়ে কানেক্টিভিটির পরিসর বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করেছে। গ্রামীণফোনের ফাইবারাইজেশন যাত্রা কোটি গ্রাহকের জন্য ডেটা নেটওয়ার্ক সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২২ সালে, গ্রামীণফোন এর পুরো নেটওয়ার্কের ৪০ শতাংশ ফাইবারাইজেশনের আওতাভুক্ত করার মাইলফলক অর্জন করেছে, যা এ শিল্পখাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এনটিটিএন অংশীদারদের সাথে ফলপ্রসূ অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমেই এ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এ যাত্রায় এনটিটিএন অংশীদাররা অগ্রণী ভূমিকা পালন করেছে। গ্রামীণফোন এর অংশীদারদের প্রচেষ্টার যথাযথ মূল্যায়ন এবং তাদের অবদানকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে শীর্ষস্থানীয় দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।
©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য