সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে গ্রামীণফোনের ব্যাখ্যা

Apr 21, 2016

সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে গ্রামীণফোনের ব্যাখ্যা

সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম একদল প্রতারক কর্তৃক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সংক্রান্ত প্রতারণা বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হচ্ছে যাতে বলা হচ্ছে যে এসব প্রতারকের ৫ জন গ্রামীণফোন কর্মী এবং এরা সিম ক্লোনিং এর সাথে জড়িত। এ বিষয়ে যে কোন ভুল বোঝাবুঝি এড়াতে নিচে গ্রামীণফোনের ব্যাখ্যা দেয়া হলো।

"গত ২০ এপ্রিল প্রকাশিত কিছু সংবাদে গ্রামীণফোন কর্মী কর্তৃক সিম ক্লোনিং এর যে ইঙ্গিত দেয়া হয়েছে তার কোন বাস্তবতা নেই। গ্রামীণফোন গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনার তদন্তের বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থাকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। এখনে উল্লেখ্য যে, এই ঘটনায় ১৮ এপ্রিল গ্রামীণফোনের কোন কর্মকর্তা বা কর্মী গ্রেফতার হননি। আমাদের জানা মতে গ্রেফতারকৃতদের কয়েকজন বিভিন্ন খুচরা বিক্রেতার দোকানে কর্মরত যেখানে গ্রামীণফোনের নির্দিষ্ট কিছু সেবা প্রদান করা হয়। ।

এছাড়াও গ্রামীণফোন পরিস্কারভাবে বলতে চায় যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যে কোন মোবাইল আর্থিক সেবা একাউন্টের ক্ষেত্রে গ্রাহকের অর্থের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা সম্পূর্ণভাবেই সংশ্লিষ্ট মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দায়িত্ব ।"


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা