গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণদের জানানো যাচ্ছে যে, ১ জুন ২০২১ তারিখে বিকাশ থেকে ২১ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার চালু হচ্ছে। এই অফারে, প্রিপেইড গ্রাহকগণ বিকাশ থেকে ২১ টাকা রিচার্জে ৩ দিন মেয়াদে (রিচার্জের দিনসহ) যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট উপভোগ করতে পারবেন।
অফারের বিস্তারিত:
- গ্রামীণফোন-এর প্রিপেইড গ্রাহকগণ বিকাশ থেকে ২১ টাকা রিচার্জের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য
- রিচার্জের অ্যামাউন্ট গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে।
- যেকোনো লোকাল নম্বরে কল-এর ক্ষেত্রে ১ সেকেন্ড পালস্ প্রযোজ্য।
- অফার চলাকালীন এই স্পেশাল কলরেট (যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড, ২৪ ঘণ্টা) রেগুলার প্যাকেজ কলরেট, সুপার FnF, FnF, কমিউনিটি ট্যারিফ-এর ক্ষেত্রে প্রযোজ্য।
- এই স্পেশাল কলরেট– ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট, ইমার্জেন্সি ব্যালেন্স এবং কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফ-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে। কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ-এর ট্যারিফ প্রযোজ্য হবে।
- ‘যেকোনো লোকাল নম্বর’ বলতে দেশের ভেতর যেকোনো নেটওয়ার্কে কল করা বোঝানো হয় (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি) যার মধ্যে কোনো শর্ট কোডে করা কল অন্তর্ভুক্ত নয়।
- অফারটি ৫ জুন ২০২১ পর্যন্ত চালু থাকবে।
- অফারটি skitto গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়।
- সকল চার্জে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ প্রযোজ্য