প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য গ্রাহকগণ জিপি সার্ভিসসমূহ উপভোগের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন
সম্মানিত গ্রামীণফোন গ্রাহকদের (০১৭ ও ০১৩ উভয় নম্বর সিরিজের) জানানো যাচ্ছে যে, প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য গ্রাহকগণ আগামী ১৭ ও ২০ জুন ২০২১ রাত ২টা-ভোর ৬টা পর্যন্ত নিম্নোক্ত জিপি সার্ভিসসমূহ উপভোগের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন:
তারিখ ও সময় | যেসকল সার্ভিস বন্ধ থাকবে |
১৭ ও ২০ জুন ২০২১ (রাত ২টা - ভোর ৬টা) | · সব ধরনের সিম অ্যাক্টিভেশন, রিকানেকশন, রিপ্লেসমেন্ট · ইন্টারনেট প্যাক, সোশ্যাল প্যাক, মিস্ড কল এলার্ট, এফএনএফ, কল ব্লক, ভয়েস প্যাকসমূহ চালু ও বন্ধ করা. · প্রিপেইড থেকে পোস্টপেইড মাইগ্রেশন |
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একই সাথে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে গ্রাহকদের সর্বোচ্চ মানের টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
গ্রামীণফোন-এর সাথে থাকার জন্য ধন্যবাদ
©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য