Notice for Deactivation of Connections unused for more than 15 months

Apr 25, 2023

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ১৫ জানুয়ারী ২০২২ বা তার পূর্ব থেকে অব্যবহৃত সকল গ্রামীণফোন পোস্টপেইড সংযোগসমূহ অত্র নোটিশ প্রকাশের ৩ (তিন) মাস পর হতে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য যে:

  • গ্রাহকদের সাথে সম্পাদিত ‘সাবস্ক্রিপশন অ্যাগ্রিমেন্ট’ অনুযায়ী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া সংযোগসমূহের মালিকানা/স্বত্ত্ব গ্রামীণফোন-এর
  • স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া কোনো প্রিপেইড/পোস্টপেইড সংযোগের পূর্ববর্তী গ্রাহক উক্ত সংযোগ ব্যবহার/পরিবর্তন/রিচার্জ অথবা এর মালিকানা দাবি করতে পারবেন না
  • গ্রামীণফোন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যেকোনো প্রিপেইড/পোস্টপেইড সংযোগসমূহের পুনঃবিক্রয়/পুনঃব্যবহার/রি-সাইকেল করার অধিকার সংরক্ষণ করে

উল্লিখিত বিবরণ অনুযায়ী যেসকল প্রিপেইড ও পোস্টপেইড সংযোগসমূহকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে তার তালিকা গ্রামীণফোন-এর ওয়েবসাইট (www.grameenphone.com), গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার এবং বিটিআরসি'র ওয়েবসাইটে (www.btrc.gov.bd)পাওয়া যাবে।

গ্রামীণফোন-এর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।


এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন