কল ব্লক

কল ব্লক সার্ভিসের ব্ল্যাকলিস্ট ফিচারের মাধ্যমে আপনি যেকোন সময়, যেকোন স্থান থেকে যেকোন অনাকাঙ্ক্ষিত ফোন নম্বরকে ব্লক করে দিতে পারেন।

সম্প্রতি গ্রামীণফোন হোয়াইটলিস্ট ফিচারটিও নিয়ে এসেছে যার মাধ্যমে শুধুমাত্র আপনার নির্দেশিত কিছু নম্বর থেকেই আপনি ফোন কল পাবেন এবং অন্যান্য সব নম্বর ব্লক করা থাকবে।

সাবস্ক্রিপশনের জন্য:

যেকোন গ্রামীণফোন গ্রাহক কল ব্লক সার্ভিস সাবস্ক্রাইব করতে পারেন।

সাবস্ক্রাইব করার জন্য START CB টাইপ করে পাঠিয়ে দিন 25678 নম্বরে অথবা ডায়াল করুন *121*6*4*1# নম্বর এবং নির্দেশ অনুসরণ করুন

আনসাবস্ক্রাইব করার জন্য STOP CB টাইপ করে পাঠিয়ে দিন 25678 নম্বরে অথবা ডায়াল করুন *121*6*4*4# নম্বর এবং নির্দেশ অনুসরণ করুন

আপনাদের জীবনকে আরো সহজ করে তোলার জন্য গ্রামীণফোন এই সার্ভিসের জন্য একটি সম্পূর্ণ ইউএসএসডি মেনু নিয়ে এসেছে, যা আপনাকে এই সার্ভিসের সব ফিচার ব্যবহারে সাহায্য করবে। এর জন্য *111# নম্বর ডায়াল করে নির্দেশ অনুসরণ করুন।

 

ফিচারটির বৈশিষ্ট্য ও ব্যবহার:

এ সার্ভিসের মাধ্যমে ১০টি ফ্রি স্লট থেকে শুরু করে একজন জিপি গ্রাহক যত ইচ্ছে নম্বর ব্লক/অ্যালাও করতে পারে। যেমন প্রথমে আপনি ফ্রি ১০টি স্লটের মাধ্যমে ১০টি নম্বর ব্লক করলেন। কিছুদিন পর আপনি সেই স্লট থেকে একটি নম্বর বাদ দিয়ে কোন অতিরিক্ত চার্জ ছাড়াই আরেকটি নম্বর যোগ করতে পারেন। এভাবে আপনি প্রথম ১০টি স্লট থেকে যত খুশি নম্বর বাদ বা যোগ দিয়ে আপনার ব্ল্যাকলিস্ট/হোয়াইটলিস্ট তৈরি করতে পারেন। ১০টি স্লট পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত স্লটের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।  
আপনাদের সুবিধার্থে কল ব্লক সার্ভিসের জন্য সাপ্তাহিক চার্জিং সুবিধা চালু করা হয়েছে, যা শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এর ফলে সকল স্মাইল, ডিজুস, আপন, সহজ, বন্ধু, বিজনেস সলিউশনস প্রিপেইড, একতা ও বাধন গ্রাহকরা প্রতি সপ্তাহ ৭ টাকা (+৫% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য) হারে এই সার্ভিস ব্যভহার করতে পারবেন।

ট্যারিফ:

  • ব্ল্যাকলিস্ট/হোয়াইটলিস্ট সার্ভিস উপভোগের জন্য প্রিপেইড গ্রাহকদের সাপ্তাহিক ৭ টাকা এবং পোস্টপেইড গ্রাহকদের মাসিক ৩০ টাকা প্রদান করতে হবে
  • প্রথম ১০টি স্লটে যোগ দেয়া/বাদ দেয়া/পরিবর্তন করা ফ্রি
  • ১০টি স্লট পূর্ণ হওয়ার পর অতিরিক্ত প্রতিটি স্লটের জন্য আপনাকে ৮ টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে।
  • প্রতিটি এসএমএস-এর চার্জ ফ্রি
  • সকল চার্জে ১৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ২০% ভ্যাট প্রযোজ্য+ মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য
  • প্রিপেইড সাবস্ক্রাইবারদের চার্জ অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে নিয়ে নেয়া হয়
  • পোস্টপেইড গ্রাহকদের মাসিক বিলে এই চার্জ যোগ হয়

লক্ষ্য রাখুন:

এসএমএসভিত্তিক ব্যবহারের জন্য নিচের কিওয়ার্ডগুলো দেখে নিন:

ক্রমিককি করতে চানকিওয়ার্ডযেমন:নম্বর
সাবস্ক্রাইব করার জন্যSTART(space)CBSTART(space)CBপাঠিয়ে দিন 25678 নম্বরে
ব্ল্যাকলিস্টে নম্বর যোগ করার জন্যADD <স্পেস> নম্বরAdd 017xxxxxxxx
ব্ল্যাকলিস্ট থেকে নম্বর বাদ দেয়ার জন্যDEL <স্পেস> নম্বরDel 017xxxxxxxx
ব্ল্যাকলিস্টের নম্বর পরিবর্তন করার জন্যCH <স্পেস> পুরনো নম্বর <স্পেস> নতুন নম্বরCH 017xxxxxxxx 017xxxxxxxx
বর্তমান ব্ল্যাকলিস্ট দেখার জন্যLISTList
ব্ল্যাকলিস্ট অ্যাক্টিভেট করার জন্যONOn
ব্ল্যাকলিস্ট ডিঅ্যাক্টিভেট করার জন্যOFFOff
হোয়াইটলিস্টে নম্বর যোগ করার জন্যW ADD <স্পেস> নম্বরW Add 017xxxxxxxx
হোয়াইটলিস্ট থেকে নম্বর বাদ দেয়ার জন্যW DEL <স্পেস> নম্বরW Del 017xxxxxxxx
১০হোয়াইটলিস্টের নম্বর পরিবর্তন করার জন্যW CH <স্পেস> পুরনো নম্বর <স্পেস> নতুন নম্বরW CH 017xxxxxxxx 017xxxxxxxx
১১বর্তমান হোয়াইটলিস্ট দেখার জন্যW LISTW List
১২হোয়াইটলিস্ট অ্যাক্টিভেট করার জন্যW ONW On
১৩হোয়াইটলিস্ট ডিঅ্যাক্টিভেট করার জন্যW OFFW Off
১৪বর্তমান লিস্ট দেখার জন্যVIEWView
১৫আনসাবস্ক্রাইব করার জন্যSTOP(space)CBSTOP(space)CB
১৬সহায়তার জন্যHELPHelp

The free online CSS code beautifier takes care of your dirty code and strips every unwanted mess. Go to the CSS Cleaner to get started.

* সবকয়টি কিওয়ার্ড একবারে জানার জন্য আপনি Help লিখে এসএমএস করতে পারেন 25678 নম্বরে

ভ্যালিড (গ্রহণযোগ্য) নম্বর:

মোবাইল: যেমন: 017xxxxxxxx, 019xxxxxxxx, 018xxxxxxxx, 011xxxxxxxx, 016xxxxxxxx, 015xxxxxxxx  
প্রাইভেট পিএসটিএন: যেমন: 037xxxxxxx, 0644xxxxxxxx ইত্যাদি  
বিটিসিএল: এরিয়া কোড + নম্বর যেমন: 02xxxxxxx, 031xxxxxxx ইত্যাদি  
* বাংলাদেশী নম্বরের ক্ষেত্রে 880 দেয়ার প্রয়োজন নেই  
* চার্জ, VAT ও শর্ত প্রযোজ্য

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা