জিপি স্টার গ্রাহকরা জিপি-শাওমি কো ব্র্যান্ডেড গিফট ভাউচার কিনতে পাবেন ১০% ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট অফারটি শুধু আমায়া ওয়েবসাইট থেকে কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য (https://amaya.com.bd/)।
এক্সক্লুসিভ অফার:
জিপি স্টারদের জন্য এক্সক্লুসিভ অফার | অফারের মেয়াদ | কেনাকাটার অপশন |
---|---|---|
জিপি-শাওমি কো ব্র্যান্ডেড ২০০০, ৫০০০ ও ১০,০০০ টাকার গিফট ভাউচারে ১০% ডিসকাউন্ট | ৩০ জুন, ২০২৪ পর্যন্ত | শুধু অনলাইন কেনাকাটায় https://amaya.com.bd/ |
গ্রাহকের করণীয়: অনলাইনে আমায়া থেকে গিফট ভাউচার কিনলে আপনার ফোনে এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে একটি কোড যাবে। শাওমি থেকে যে কোনো পণ্য কেনাকাটায় এই কোডটি ব্যবহার করবেন।
প্রশ্নোত্তর:
হ্যাঁ, গ্রাহক অবশ্যই এটি উপহার দিতে পারবেন। প্রোডাক্ট চেক আউটের সময় এই কুপন কোডটি যে কেউই ব্যবহার করতে পারবেন।
না, এই ভাউচারটি কেবল ওয়েবসাইটের জন্যই। গ্রাহকরা সশরীরে শাওমি স্টোর থেকে পণ্য ক্রয়ের সময় এই ভাউচার কোডটি ব্যবহার করতে পারবেন না। এই ভাউচার কোডটি শুধুমাত্র https://amaya.com.bd/ থেকে অনলাইন ক্রয়ে ব্যবহার করা যায়।
না, একটি ভাউচার কোড কেবল একবারই ব্যবহার করা যাবে।
আরও তথ্য:
গিফট ভাউচারের ওয়েব লিংক পেতে MiGift লিখে পাঠিয়ে দিন ২৯০০০ নম্বরে
অফারটি প্রযোজ্য: সকল জিপি স্টার গ্রাহকের জন্য
হটলাইন: +8801753919191
অফারের মেয়াদ: ৩০ জুন ২০২৪ পর্যন্ত
©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য