গুণগত শিক্ষার সুযোগ

এসডিজি#১০ সমর্থনে আমাদের সংযোগ ব্যবহার করে সুনির্দিষ্ট এবং দীর্ঘস্থায়ী শিক্ষার উদ্যোগের মাধ্যমে বৈষম্য হ্রাস করতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ।

বই পড়া প্রকল্পে সমর্থন

আলোর পাঠশালা (School of Enlightenment: www.alorpathshala.org) হল বিশ্ব সাহিত্য কেন্দ্র (বিএসকে) এবং গ্রামীণফোন দ্বারা প্রকাশিত প্রথম অনলাইনে বই পড়ার প্ল্যাটফর্ম। এটি ১৯ মার্চ,২০১৪ সালে তার কার্যক্রম শুরু করে। আলোর পাঠশালার মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় এবং আন্তর্জাতিক বই পড়তে পারছে।

আলোকিত জাতি গড়ার লক্ষ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই বই পড়ার প্রোগ্রামটিকে সহায়তা করে যাচ্ছে গ্রামীণফোন। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১ মিলিয়ন শিক্ষার্থী এই প্রোগ্রামটিতে অংশ গ্রহণ করেছে এবং অন্যদিকে আরো ৩ লাখ শিক্ষার্থী নিজেদের বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে প্রোগ্রামটির মাধ্যমে।

অনলাইন স্কুল

২০১১ সালে গ্রামীণফোন ‘জাগো’ ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে অনলাইন স্কুলের ধারণাটি নিয়ে আসে যেখানে শিক্ষকগণ ভিডিও কনফারেন্সিং টেকনোলজির মাধ্যমে দেশের দশটি দুর্গম এলাকায় ক্লাস নিয়ে থাকেন। এই অনলাইন স্কুলগুলোতে বর্তমানে ১২০০ শিক্ষার্থী বিনামূল্যে অধ্যয়ন করছে।

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা