২০১৪: ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের মাইল ফলক অতিক্রম এবং গ্রাহক মার্কেট শেয়ার বৃদ্ধি

Feb 9, 2015

এক নজরে গ্রামীণফোনের ২০১৪ সাল

  • ১০,২৭০ কোটি টাকা আয়, বার্ষিক প্রবৃদ্ধি ৬.৩%
  • গ্রাহকসংখ্যা ৫.১৫ কোটি, মার্কেট শেয়ার ৪২.৮%
  • ট্যাক্স প্রদানের পর নিট মুনাফা ১৯.৩% মার্জিনসহ ১৯৮০কোটি টাকা এবং ইপিএস ১৪.৬৭টাকা
  • ৩জি নেটওয়ার্ক স্থাপনে এবং ২জি নেটওয়ার্ক এর ধরণক্ষমতা ও সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ ১৫২০ কোটি টাকা
  • পরিশোধিত মূলধনের ৬৫ শতাংশ চূড়ান্ত মূনাফা ঘোষণা

গ্রামীণফোন লিঃ ২০১৪ সালে ১০,২৭০ কোটি টাকা রাজস্ব আয় করেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬.৩% বেশি । সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৫.৯% (আগের বছরের তুলনায়) সেই সাথে গ্রাহকদের ব্যবহার্য ডিভাইস এবং অন্যান্য রাজস্ব বেড়েছে ১৪.১%(আগের বছরের তুলনায়)। সেবা থেকে রাজস্ব আয় প্রবৃদ্ধি প্রধানত ডাটা ও মূল্য সংযোজিত সেবা থেকে এসেছে। তবে আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট কমে যাওয়ায় রাজস্ব আয় কিছুটা বাধার সম্মুখীন হয়। 

গত বছর গ্রামীণফোনে নতুন গ্রাহক যোগ হয়েছে ৪৪ লক্ষ যার ফলে বছর শেষে গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৫ কোটি ৫০ লক্ষতে। জাতীয় গ্রাহক প্রবৃদ্ধি ৫.৮ শতাংশ হলেও গ্রামীণফোনের প্রবৃদ্ধি ছিল ৯.৩ শতাংশ ফলে কোম্পানির মার্কেট শেয়ার ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২.৮ শতাংশ হয়েছে। প্রতিযোগিতামূলক পরিবেশে বাজারে দৃঢ় এবং বৈচিত্র্যময় অবস্থানের কারণে এই প্রবৃদ্ধি হয়েছে।

গ্রামীণফোনের নব নিযুক্ত সিইও রাজিব শেঠি বলেন,"আমি অত্যন্ত আনন্দের সাথে সম্মানিত শেয়ারহোল্ডারদেরর জানাচ্ছি যে ২০১৪ সালে আমরা ৫ কোটি গ্রাহক এবং ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের ঐতিহাসিক মাইল ফলক অতিক্রম করেছি।" তিনি আরো বলেন, "গত বছর দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে আমাদের অবস্থান আরো দৃঢ় হয়েছে এবং আমরা ২০১৫তে আরো ভালো করার লক্ষ্য স্থির করেছি। আমাদের শক্তিশালী অবস্থানের উপর পরিকল্পিতভাবে কাজ , সঠিক মানসিকতার প্রয়োগ এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শেয়ারহোল্ডারদের জন্য মূল্য সংযোজনের ক্ষেত্রে আরো ভূমিকা রাখবে।"

আয়কর প্রদানের পর ২০১৩ এর শতকরা ১৫.২ ভাগ মার্জিন সহ ১৪৭০ কোটি টাকা মুনাফার তুলনায় ২০১৪ তে নিট মুনাফা হয়েছে শতকরা ১৯.৩ ভাগ মার্জিন সহ ১৯৮০ কোটি টাকা। এবছর EBITDA বেড়েছে ১১.২ শতাংশ এবং ২০১৩ এর শতকরা ৫০.৭ ভাগের তুলনায় ২০১৪ তে EBITDA মার্জিন শতকরা ৫৩ ভাগ হয়েছে। ২০১৪ সালে শেয়ার প্রতি আয় হয়েছে ১৪.৬৭ টাকা যা ২০১৩ তে ছিল ১০.৮৯ টাকা। এর ফলে শেয়ার প্রতি আয় ৩৪.৭ শতাংশ বেড়ে গেছে তবে ২০১৩ এর ১ সেপ্টেম্বর জিপিআইটি এর বিক্রয় থেকে আয় এবং কর্পোরেট ট্যাক্স ৫ শতাংশ বেড়ে যাওয়ার হিসেব বাদ দিলে প্রকৃত আয় বেড়েছে ১২ শতাংশ।

গ্রামীণফোন ২০১৪ এ তার ৩জি নেটওয়ার্ক স্থাপন, ২জি নেটওয়ার্ক এর মানোন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে ১৫২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে দেশের বৃহত্তম কর দাতা গ্রামীণফোন ২০১৪ সালে সরকারী কোষাগারে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে ৫৮৯০ কোটি টাকা দিয়েছে যা কোম্পানির মোট রাজস্ব আয়ের ৫৭.৪ শতাংশ। সাংস্কৃতিক সমৃদ্ধি থেকে ডিজিটাল উদ্যেগতাদের সহায়তা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাড়ানোর মধ্যে দিয়ে গ্রামীণফোন ২০১৪ সালে সামাজিক ক্ষমতায়ন এবং দেশের তরুণদের একটি সমৃদ্ধ আগামীর জন্য প্রস্তুত করতে বড় ভূমিকা রেখেছে।

গত ৮ ফেব্রুয়ারি ২০১৫ তে অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী গ্রামীণফোন লিঃ এর পরিচালক মন্ডলী ২০১৪ সালের জন্য পরিশোধিত মূলধনের ৬৫ শতাংশ (প্রতিটি ১০ টাকার শেয়ারের জন্য ৬.৫ টাকা) চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর ফলে ২০১৪ সালের জন্য মোট নগদ লভ্যাংশের পরিমান দাড়ালো পরিশোধিত মূলধনের ১৬০ শতাংশ (প্রতিটি ১০ টাকার শেয়ারের জন্য ১৬ টাকা), যার মধ্যে রয়েছে আগস্ট ২০১৪ এ পরিশোধ করা ৯৫ শতাংশ অন্তবর্তী নগদ লভ্যাংশ (প্রতিটি ১০ টাকার শেয়ারের জন্য ৯.৫ টাকা)। রেকর্ড তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৫ তে যারা শেয়ারহোল্ডার থাকবেন তারা এই লভ্যাংশ পাবেন যা ২১ এপ্রিল ২০১৫ এ অনুষ্ঠতব্য বার্ষিক সাধারণ সভার দিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের উপর নিভরশীল।ভার দিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের উপর নিভরশীল।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা