ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জে বিজয়ীদের নাম ঘোষণা

Feb 14, 2015

জিপি হাউসে গত ১৩ জানুয়ারি ২০১৫ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জ ইভেন্টের গালা উৎসব। ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জ এর বিজয়ীদের নাম ঘোষণা করা এই উৎসবে।

সমাজ সেবা-জনগন-সরকার, বিনোদন, গেম, সংবাদ ও গণমাধ্যম, টুল এন্ড ইউটিলিটি এই পাঁচটি বিভাগে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের জন্য মোবাইল এ্যাপ্লিকেশন প্রস্তুত করে বিজয়ী, রানার্সআপ ও একটি বিশেষ পুরস্কারসহ মোট ১৫ জন পুরস্কৃত হন। পুরস্কার হিসেবে বিজয়ীদেরকে মোট ২৭,৫০০ ডলার (প্রায় ২২ লক্ষ টাকা) প্রদান করা হয়।

সমাজ সেবা-জনগন-সরকার বিভাগে বিডি ট্রাভেল নামের এ্যাপ্লিকেশন প্রস্তুত করে প্রথম হন রবিন খান। বিনোদন বিভাগে কিড জোন নামের এ্যাপ্লিকেশন প্রস্তুত করে প্রথম হন পরাগ দাশ। গেইম বিভাগে বাগম্যাশ নামের এ্যাপ্লিকেশনের জন্য মো. জুনায়েদ হাসান, সংবাদ ও গণমাধ্যম বিভাগে চয়েস এ্যাপ্লিকেশনের জন্য ফাহমিদ এবং টুলস এন্ড ইউটিলিটি বিভাগে মাই সালাত তৈরী করে বিজয়ী মফিজুল ইসলাম। এরা প্রত্যেকেই ৩০০০ ডলার (২ লক্ষ ৪০ হাজার টাকা প্রায়) লাভ করেন। রানার আপকে ১৫০০ ডলার (১ লক্ষ ২০ হাজার টাকা প্রায়) প্রদান করা হয়। এ ছাড়াও আধুনিক ও উদ্ভাবনী কাজের জন্য প্রতিটি বিভাগের একজন করে ডেভলপারকে ১০০০ ডলার (৮০ হাজার টাকা প্রায়) প্রদান করা হয়। এর বাইরে ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জে শ্রেষ্ঠ ডেভলপার পাবেন আবাসন, খাদ্য ও প্লেন টিকিটের সুবিধাসহ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত মজিলা সদর দপ্তর পরিদর্শনের।

বাংলাদেশে “সবার জন্য ইন্টারনেট” পৌছে দেয়ার উদ্যোগের অংশ হিসেবে গ্রামীণফোন স্থানীয়ভাবে ব্যবহারযোগ্য কনটেন্ট এবং অ্যাপস তৈরীতে উৎসাহ প্রদান করছে। আর সে কারণেই এই অ্যাপ কনটেস্টে মজিলার সহযোগী হয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোন মনে করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কর্মরত সকলের সম্মিলিতভাবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সহজ এবং সুবিধাজনক করতে কাজ করা উচিত।

বর্তমান বিশ্বে অর্ধ বিলিয়ন মানুষ কম্পিউটার, ট্যাব, মোবাইল ডিভাইসে মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম মজিলার একটি সেবা, যা সংশ্লিষ্ট খাতে জড়িত উৎপাদক, বিপননকারী, ভোক্তা এবং অন্য সকলের জন্য বাঁধা ও সীমাবদ্ধতা দূর করে অগ্রগতি ও নতুনত্বের সুযোগ সৃষ্টি করে। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ও ফায়ারফক্স মার্কেট প্লেসকে সাথে নিয়ে মজিলা বহুমুখীভাবে মোবাইল ইকোসিস্টেমের চালকের আসনে অবস্থান করছে। বাংলাদেশে ফায়ারফক্সের কার্যμমের অংশ হিসেবে গত বছর ২২ শে অক্টোবর অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগীতাটি শুরু হয়েছিল। দেশের যে কোন মোবাইল ডেভলপার বা কোম্পানির জন্য ফায়ারফক্স মার্কেট প্লেসে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের মোবাইল অ্যাপ্লিকেশন জমা দিয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ ছিল। ফায়ারফক্সের এই কার্যক্রম বাস্তবায়নে মজিলা ছাড়াও বাংলাদেশে টেলিনর ডিজিটাল, গ্রামীণ ফোন লি. ও এমসিসি লি. ফায়ারফক্সের সহযোগী হিসেবে কাজ করছে।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা