আর্টসেল এর বহুল প্রতীক্ষিত ৩য় অ্যালবাম আসছে জিপি মিউজিক-এ

May 25, 2016

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল গত ২৪ মে, ২০১৬তে, তাদের বহুপ্রতীক্ষিত তৃতীয় অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে । ঈদুল ফিতরকে সামনে রেখে জি সিরিজের সহযোগিতায় শুধুমাত্র জিপি মিউজিকে মুক্তি পেতে যাচ্ছে  অ্যালবামটি।

আবির্ভাবেই বাংলা রক গানের ধারা পরিবর্তনকারী ব্যান্ডদলটি ১০ বছর পর তাদের নতুন অ্যালবাম মুক্তি দিচ্ছে। তবে অ্যালবামের নাম প্রকাশের ক্ষেত্রে এখনও রহস্য রেখা হয়েছে যেহেতু ব্যান্ডটি আরো পরে এর নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। ব্যান্ডের লাইন আপে এখনও রয়েছে লিঙ্কন, এরশাদ, সেঁজা ও সাজু।

শ্রোতাদের মাতানোর জন্য আর্টসেল নতুন অ্যালবামের ‘অবিমিশ্রতা’ শিরোনামের একটি গান মিউজিক ভিডিও আকারে রিলিজ করেছে। ইতিমধ্যে ইউটিউব এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মিউজিক ভিডিওর টিজার ব্যাপক আলোড়ন তুলেছে। এছাড়া জিপি মিউজিক শ্রোতাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে হয়েছে, যেখান থেকে পাঁচজন ভাগ্যবান শ্রোতা সুযোগ পেয়েছেন অ্যালবাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার। 

এই অ্যালবাম প্রসঙ্গে আর্টসেলের ভোকালিস্ট এবং গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি কস্টা বলেন, ‘আমাদের ব্যান্ডের চারজন সদস্যের জন্য এই অ্যালবামের গুরুত্ব অনেক। অ্যালবামের গানগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি এবং গানগুলোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। আমরা খুবই আশাবাদী যে শ্রোতারা অবিমিশ্রতা এবং পুরো অ্যালবামটিকে উপভোগ করবেন।’

নতুন অ্যালবাম ঘোষণার পাশাপাশি, আর্টসেল তাদের সকল শ্রোতা, ‘আর্টসেল আর্মি’ কে একত্র হওয়ার আহবান জানিয়েছে তাদের দর্শন ‘আর্টসেলিজম’ ছড়িয়ে দেয়ার জন্য। ব্যান্ড দলটি www.artcellism.com নামে তাদের একটি ওয়েবসাইট উন্মোচন করেছে যেখানে তাদের নতুন অ্যালবামের সকল খবর পাওয়া যাবে।

গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান মুনতাসীর হোসেন বলেন, ‘জনপ্রিয় ব্যান্ড আর্টসেলকে দশ বছর পর অ্যালবাম বের করতে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। অ্যালবামের কিছু  গানের অংশ বিশেষ আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস এটি দর্শকদের মাঝে আলোড়ন তুলবে।’

অবিমিশ্রতার মিউজিক ভিডিও জিপি মিউজিক-এর অফিসিয়াল ফেইসবুক পেইজ www.facebook.com/GPMusicNow পাওয়া যাবে। অডিও ট্র্যাকটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে জিপি মিউজিক-এ। সকল অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা যথাক্রমে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে জিপি মিউজিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন।


Back
Next

এই পেজ টি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন

Follow Us

MyGP App

©2024 গ্রামীণফোন লিমিটেড টেলিনর গ্রুপের সদস্য

সাইট নির্দেশিকা